আটঘরিয়া প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলার সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারী চালিত অবৈধ অটোবাইক। অধিকাংশ যুবকদের কোন কর্ম না থাকায় একমাত্র ভরসা ব্যাটারী চালিত অটোবাইক কিন্তু এদের জন্য কোন নিয়ম নীতি বা সরকারী নিয়ন্ত্রন না থাকায় চালকদের দ্বন্ধে যাত্রীরা দূর্ভোগের শিকার হচ্ছে।
অটোবাইকের কারনে একদিকে জানজট সৃষ্ঠি ও দুর্ঘটনা বৃদ্ধি এবং বিদ্যুতের উপর চাপ বৃদ্ধি অন্যদিকে ইচ্ছামত ভাড়া বৃদ্ধি করায় সাধারণ যাত্রীরা পড়েছে বিপাকে। এসব অটোবাইকের কোনো নিয়ন্ত্রন কর্তৃপক্ষ না থাকায় তাদের ইচ্ছার কাছে জিম্মি হয়েছে সাধারণ মানুষ। এই এলাকায় প্রায় দেড় হাজার ব্যাটারী চালিত অটোবাইক অবাধে চলাচল করে থাকে। প্রতিদিনই বাড়ছে অটোবাইকের সংখ্যা তাদের রুটি-রুজির বিষয়টিও ভাবনার বিষয়। দীর্ঘদিন যাবৎ এসব অটোবাইকের কোন নিয়ন্ত্রন কর্তৃপক্ষ বা নিবন্ধন না থাকলেও দাপিয়ে বেড়াচ্ছে এলাকার রাস্তা। একারনে আটঘরিয়া পৌর কতৃপক্ষ রাস্তার বিভিন্ন পয়েন্টে আদায়কারী নিয়োগ করে পৌর এলাকায় ঢুকলেই আদায় করা হচ্ছে স্বঘোষিত ট্রাক্স। অথচ নির্দিষ্ঠ কোনো পার্কিং ব্যাবস্থা না থাকায় প্রশিক্ষণবিহীন এসব অটো চালক যত্রতত্র পার্কিং করায় সৃষ্ঠি হচ্ছে জানজট,ঘটছে দুর্ঘটনা।
উপজেলার খিদিরপুর,একদন্ত, চাঁদভা, পারখিদিরপুর, টেবুনিয়া, আটঘরিয়া বাজার থেকে যাত্রী নিয়ে উপজেলা সদর দেবোত্তর বাজারে আসা-যাওয়া করায় সাধারণ যাত্রীসহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আটঘরিয়া ও দেবোত্তর বাজারের ব্যাবসায়ীরা জানান,যে হারে অটোবাইক বৃদ্ধি পাচ্ছে তাতে একদিকে বিদ্যুতের উপর চাপ বাড়ছে অন্যদিকে যানজট নিয়ন্ত্রের কোন পদক্ষেপ নাই। এত বিপুল সংখ্যক অটেবাইাকের জন্য কোনো নিয়ন্ত্রন কতৃপক্ষ না থাকায় তারা ইচ্ছামত ভাড়া বৃদ্ধি করছে। তবে তাদের রুটি-রুজির প্রশ্নে এসব অটোবাইক নিবন্ধনের আওতায় আনা দরকার।