আটঘরিয়া প্রতিনিধি ঃ
পাবনার আটঘরিয়ায় ডিবির অভিযানে ১টি বিদেশি রিভলবার এবং দুই রাউন্ড গুলিসহ এক জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থানা সুত্রে এ তথ্য জানাগেছে।
পাবনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধায়নে ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে শনিবার ভোর ৫ টার দিকে এসআই(নিরস্ত্র) সাগর কুমার সাহা, এএসআই (নিরস্ত্র) সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার আটঘরিয়া থানাধীন চকচৌকিবাড়ী গ্রামস্থ পাটকাঠি পোড়ানো ফ্যাক্টরী (কার্বন ফ্যাক্টরী) এর পাহারাদারের টিনের তৈরী শয়ন কক্ষে পাহারাদার অবৈধ আগ্নেয়াস্ত্রধারী মোঃ মুক্তার আলী (৫৫), পিতাঃ এসকেন আলী, সাং-চকচৌকিবাড়ী, থানাঃ আটঘরিয়া, জেলাঃ পাবনা এর নিকট হইতে একটি লোহার তৈরী ছয় চেম্বার বিশিষ্ট রিভলবার এবং দুই রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে আটঘরিয়া থানায় ধারা- ঞযব অৎসং অপঃ, ১৮৭৮ এর ১৯অ/১৯(ভ) মোতাবেক মামলা নং ০৫ তারিখ- ১৫/০৭/২০২৩ রুজু করা হয়ছে।