শহিদুল ইসলাম রিজু: পাবনায় জেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সাঁথিয়া উপজেলা দল এবং রানার-আপ ভাঙ্গুরা উপজেলা দল। খেলায় ভাঙ্গুরা উপজেলাকে ২-১ গোলে পরাজিত করে জয় পেয়েছে সাঁথিয়া উপজেলা দল।
পাবনা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল বুধবার বিকেলে পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে প্রধান অতিথি ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এর সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে সন্মানিত অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পাবনা মহিলা আওমীলীগের সভাপতি নদিরা ইয়াসমিন জলি এম পি। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা উপ-পরিচালক স্থানীয় সরকার মো: সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল্লা আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফ আহম্মেদ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং পাবনা ৯ উপজেরার সকল উপজেলা নির্বাহী অফিসারগন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস মুস্তাকিম সবুজ, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক, যুগ্ন-সম্পাদক মো: রাশেদ হোসেন ফারুক, কোষাধ্যক্ষ খন্দকার ইদ্রিস আলী, সাবেক সহ-সভাপতি রেজাউল হোসেন বাদশা, নির্বাহি সদস্য রবিউল ইসলাম চৌবে ডাবলু, সবনম মঞ্জিল মিতা, মাহবুবুর রহমান বাচ্চু, আকতারুজ্জামান জর্জ ও মাসুদ রানা সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উক্ত টুর্নামেন্টে জেলার ৯ উপজেলার ৯টি দলের অংশ গ্রহনে মোট ১০টি খেলা অনুষ্ঠিত হয়েছে।