বিশেষ প্রতিনিধি
পাবনার চাটমোহর ক্রিকেট একাডেমির আয়োজনে শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে চাটমোহর প্রিমিয়ার লীগ (সিপিএল) এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ক্রিকেট নিলাম কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাটমোহর ক্রিকেট একাডেমির সভাপতি মোঃ রেদুয়ানুল হালিম। একাডেমির সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক কালুর সার্বিক ব্যবস্থাপনায় রাজিব বিশ^াস রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত নিলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমাদের বড়াল সম্পাদক ও চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল ও চ্যানেল ২৪ এর পাবনা জেলা প্রতিনিধি শাহীন রহমান। নিলামে মোট ৮টি দল অংশ নেয়। দলগুলো হলো শহীদ শামসুদ্দিন স্মৃতি সংঘ,রেলবাজার রয়েলস,বিএসএল চাটমোহর স্পোটিং ক্লাব,আশরাফুল আইটি এলটিডি,আফ্রাতপাড়া এভেঞ্জার্স,মোক্তার মোল্লা ক্রিকেট একাদশ ধুলাউড়ি,আরডিসি ক্রিকেট ক্লাব রেলবাজার এবং চৌধুরীপাড়া ক্রিকেট ক্লাব। এসময় চাটমোহর ক্রিকেট একাডেমির কর্মকর্তাবৃন্দ,অংশগ্রহণকারী দলেন স্বত্বাধিকারী,ম্যানেজার ও খেলোয়াড়বৃন্দ।