চাটমোহর প্রতিনিধি
ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হয়েছে পাবনার চাটমোহর উপজেলাকে। এনিয়ে পাবনা জেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো। বুধবার (৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘোষণা দেন। মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ৪র্থ পর্যায়ের ২য় ধাপে চাটমোহরসহ পাবনা জেলার পাঁচটি উপজেলায় ৬৪৬টি ঘর হস্তান্তর করা হয়। সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের মতো চাটমোহর উপজেলার ৭৮টি ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে পাবনা জেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা করা হলো।
এ উপলক্ষে বুধবার সকালে চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৪র্থ পর্যায়ের ঘর হস্তান্তরের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্মিত ঘরের চাবি ও জমির দলির হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আঃ হামিদ মাস্টার,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুন,চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ হাবিবুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল,পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মিয়া,ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সরকারি কর্মকর্তা,সাংবাদিক,সুধিজন ও সুফলভোগি গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্য।
চাটমোহর উপজেলার ৭৮টি ঘরের মধ্যে ছাইকোলা ইউনিয়নে ৩৫টি,মুলগ্রামে ২৩টি,হরিপুরে ১০টি,ডিবিগ্রামে ৩টি,মথুরাপুরে ১টি এবং ফৈলজানা ইউনিয়নে ৬টি। এ উপজেলায় প্রথম পর্যায়ে ৩০টি,২য় পর্যায়ে ২৫টি,৩য় পর্যায়ে দুই দফায় ১৪৩টি পরিবারকে ঘর প্রদান করা হয়েছে।
চাটমোহর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা
চাটমোহর
2 Mins Read
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment