চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে বুধবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সড়ক দূর্ঘটনায় এ ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কবিরপুর শিকদারপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আঃ বারেক শিকদারের ছেলে ও পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবিরের গাড়িচালক ফারুক শিকদার (৪২)। জানা গেছে,বুধবার দিবাগত রাতে নিহত ফারুকসহ ৩জন একটি সিএনজি যোগে পাবনা থেকে চাটমোহর রেলওয়ে স্টেশনে আসছিলেন। পথিমধ্যে চাটমোহর-পাবনা সড়কের উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কায়েমখোলা মোড়ে তাদের বহনকারী সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ৩জন আহত হন। তাদেরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ফারুককে মৃত ঘোষনা করেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন দূর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।