চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে পাটের আবাদ বেড়েছে। গত মৌসুমে পাটের দাম ভালো পাওয়ায় এবার কৃষক পাটচাষে ঝঝুকেছেন। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে পাটের আবাদ বেড়েছে। চলতি মৌসুমে কৃষি বিভাগ চাটমোহর উপজেলায় ৮ হাজার ৮৮০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু আবাদ হয়েছে ৮ হাজার ৯৪০ হেক্টর। গত বছর পাটের ভালো ফলন ও ভালো দাম পেয়েছেন কৃষক। উপজেলা কৃষি বিভাগ ও পাট অধিদপ্তর পাট চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার দিয়েছে। কৃষি বিভাগের কর্মীরা পাট চাষিদের সার্বক্ষনিক পরামর্শ দিয়ে পাট আবাদে সহযোগিতা করে।
মথুরাপুর এলাকার পাটচাষি সাইফুল ইসলাম জানান,দুই বিঘা জমিতে পাটের আবাদ করেছি। এখন পর্যন্ত ভালো আছে। ফলনও ভালো হবে বলে াাশা করছি। নিমাইচড়া গ্রামের পাটচাষি আফছার আলী জানান,চার বিঘা জমি পাট চাষ করেছি। বন্যার পানি বেড়ে যাওয়ায় আগাম পাট কাটতে হচ্ছে। ফলে ফলন কিছুটা কম হবে। পানি বাড়তে থাকলে অনেকেই পাট কাটতে বাধ্য হবে। মূলগ্রামের পাট চাষি খলিলুর রহমান বললে,এবার পাটের ভালো ফলন হবে বলে আশা করছি। এবার বন্যার পানি এসেছে। পাট জাগ দেওয়া ও ধুতে অসুবিধা হবেনা বলে মনে হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ বললেন,গত মৌসুমে পাটের ভালো ফলন হওয়ায় ও পাটের দাম ভালো পাওয়ায় কৃষক এবার বেশি জমিতে পাটের আবাদ করেছেন। কৃষি বিভাগ থেকে পাট চাষিদের সার্বক্ষনিক পরামর্শ দেওয়া হচ্ছে। এবার বন্যার পানি এসেছে,ফলে পাট জাগ দিতে ও ধুতে চাষিদের বেগ পেতে হবেনা বলে জানান এই কর্মকর্তা।