চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি ও সাধারণ শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। পিকেএসএফ এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডি’র কর্মসূচি সহায়ক তহবিলের আওতায় শুক্রবার (৩০ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তির চেক প্রদান করা হয়। পিসিডি’র নির্বাহী পরিচালক মোঃ শীফকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুল হামিদ মাস্টার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,জেলা পরিষদ সদস্য আফিয়া পারভীন আঁখি,থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার প্রমূখ।
অনুষ্ঠানে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি এবং ৩৮ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সাধারণ শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে দেওয়া হয়।