চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১ টায় হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মা সমাবেশে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রিপন হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শেখ ফরিদের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. রবিউল করিম মাস্টার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাটমোহর পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,আওয়ামী লীগ নেতা খন্দকার মাহাবুব এলাহী বিশু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রামানিক,সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মো.গোলজার হোসেন,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. শহিদুল ইসলাম,অধ্যক্ষ রেজাউল করিম হেলাল,অধ্যক্ষ আব্দুস সামাদ আজাদী,হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক প্রমূখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৬ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।