চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর যথাযথ মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে রবিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালনে চাটমোহর উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠণ,পৌর সভা.বিএনপি,পল্লী বিদ্যুৎ সমিতি,প্রেসক্লাব,ব্যবসায়ী সমিতি,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠণ এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্মসূচী পালন করে।
সকালে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর উপজেলা চেয়ারম্যান আ,হামিদ মাস্টার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের নেতৃত্বে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর সহকারী পুলিশ সুপার মোঃ হাবিবুল ইসলাম ও থানার ওসি মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ প্রশাসন,চাটমোহর প্রেসক্লাব,বিএনপি’র তিন অংশ,অরবিট্ল লিংক স্কুল এন্ড কলেজ,প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল,পাবনা পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন সংগঠণ মুক্তিযুদ্ধ ফলকে পুষ্পস্তবক অর্পন করে।
সকাল ৮টায় সরকারি আরসিএন এন্ড বিএসএন পাইলট হাইস্কুলের মাঠ বালুচরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আ.হামিদ মাস্টার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল ও সহকারী পুলিশ সুপার হাবিবুল ইসলাম। পবিত্র রমজান মাসের কারণে অনুষ।ঠান সংক্ষিপ্ত করা হয়। এখানে চাটমোহর মহিলা ডিগ্রী কলেজ,পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,অরবিট্ল লিংক স্কুল এন্ড কলেজ,শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করে। এছাড়া ছিল বিভিন্ন প্রতিযোড়িতা,মহিলাদের ক্রীড়ানুষ্ঠান,মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা,আলোচনা সভা, দোয়া মাহফিল বিশেষ মোনাজাত ও প্রার্থনা।
বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ-সহযোগি সংগঠণের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর র্যালীসহ উপজেলা পরিষদ চত্বরে এসে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে নেতা-কর্মীরা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম।
এদিকে চাটমোহর পৌরসভার আয়োজনে ছিল জাতীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন,আলোচনা সভা ও দোয়া মাহফিল।
এছাড়া চাটমোহর সরকারি কলেজ,মহিলা ডিগ্রী কলেজ,চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএস পাইলট উচ্চ বিদ্যালয়,পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,অরবিট্ল লিংক স্কুল এন্ড কলেজ,বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়,হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজ,চাটমোহর পলিটেকনিক ইন্সটিটিউট,চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএমআইসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন করা হয়।
চাটমোহরে মহান স্বাধীনতা দিবস উদযাপন
চাটমোহর
2 Mins Read
Previous Articleচাটমোহরে গণহত্যা দিবস পালিত
Next Article পাবনায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment