বিশেষ প্রতিনিধি
পাবনার চাটমোহরে জাতীয় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ মে ) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.মমতাজ মহল।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোছা.তানজিনা খাতুন,সার্ভেয়ার ইছাহক আলী,নাজির কাম ক্যাশিয়ার বাবুল উদ্দিন,পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোস্তফা শামীম,পার্শডাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. নাকিবুল্লাহ, হরিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম,সার্টিফিকেট সহকারী মাবিয়া খাতুন,সায়রাত সহকারী রুহুল আমিনসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা,কর্মচারী,সেবা গ্রহিতা,সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন। ২২ থেকে ২৮ মে পর্যন্ত এ সেবা সপ্তাহ উদযাপন করা হবে।