বিশেষ প্রতিনিধি
খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাবনার চাটমোহরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (২১ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আঃ হামিদ মাস্টার। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ,ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে,উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১১শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে রোপা আমন বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ আমাদের বড়ালকে জানান,প্রনোদনা কর্মসূচিতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়ায় উপজেলায় রোপা আমনের বৃদ্ধি পাবে। চলতি মৌসুমে ৬ হাজার ৭৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।