বিশেষ প্রতিনিধি
চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বেজপাড়া খেলার মাঠে মরহুম সরকার গোলাম মোহাম্মদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুলাই) বিকেলে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার উদ্বোধন করেন হাইওয়ে পুলিশের ডিআইজি আলহাজ¦ মোঃ মোজাম্মেল হক বিপিএম (বার) পিপিএম। বিশিষ্ট সমাজসেবক কবির আহম্মেদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আব্দুল আলীম,উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন,শিক্ষক ও সাংবাদিক এম এ জিন্নাহ প্রমূখ।
ফাইনাল খেলায় সিরাজগঞ্জের তাড়াশ ফুটবল একাদশ ৩-১ গোলে চাটমোহর নারিকেলপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। অতিথিরা বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দন।