বিশেষ প্রতিনিধি
শোকাবহ আগস্ট মাস উপলক্ষে পাবনার চাটমোহরে দুঃস্থ ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ মকবুল হোসেন এমপি। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আঃ হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম,পাশর্^ডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী,চাটমোহর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মিয়া,পাবনা জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য আফিয়া পারভীন আঁখি,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফিরোজা পারভীন,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল প্রমূখ। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান,সরকারি কর্মকর্তা,আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠণের নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন। উপজেলার ১২জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়।