চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর পৌরসভার অতি দরিদ্র,দুস্থ,অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে। এ পৌরসভার
৪ হাজার ৬২১টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল দেওয়া হচ্ছে।
রবিবার (১৬ এপ্রিল) দুপুরে পৌরসভা চত্বরে চাল বিতরণের উদ্বোধন করেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো।
এসময় ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আঃ হালিম,পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ দুলাল,কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিমুদ্দিন মিয়া,কাউন্সিলর মোঃ মাহাতাব হোসেন,কাউন্সিলর কামরুল হাসান মিন্টু, কাউন্সিলর ওছিম উদ্দিন,নারী কাউন্সিলর কামরুন্নাহারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো জানান,মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাটমোহর পৌরসভায় ৪ হাজার ৬২১টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।