চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে গত শুক্রবার (১০ মার্চ) পালিত হয়েছে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস। এ উপলক্ষে ছিল র্যালী, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া। এদিন সকালে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নেভানোর মহড়া প্রদর্শন করেন। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম এহসান,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আঃ হালিম,একাডেমিক সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা প্রমূখ।