চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গতকাল রোববার উপজেলা পরিষদ সভা কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুন,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার,পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া,কৃষি অফিসার এ এ মাসুম বিল্লাহ,উপজেলা প্রকৌশলী সুলতান আহমেদ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী,অধ্যক্ষ আঃ রহিম কালু,ইউপি চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তি,ইউপি চেয়ারম্যান আকতার হোসেন,ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু প্রমূখ। সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।