চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর থানা পুলিশের অভিযানে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হলো নাটোর জেলার নাটোর সদর উপজেলার আগদিঘা গ্রামের মৃত সামিউল ইসলামের ছেলে মোঃ রুমন ইসলাম ওরফে রায়হান (৩০)।
গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথুলী গ্রামে লতিকা শান্তি নিকেতন সামের বাড়িতে অভিযান চালিয়ে রায়হানকে গ্রেফতার করেন। এসময় তার তথ্যমতে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায় মাদক ব্যবসায়ী রুমন ইসলাম রায়হান ওই বাড়িতে ভাড়া থাকে এবং সেখান থেকে মাদক ব্যবসা পরিচালনা করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।