দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় পাবনায় প্রায় দেড় কোটি ব্যয়ের সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১১ জুন) দুপুরে ফলক উন্মোচনের মধ্য দিয়ে চরতারাপুর ইউনিয়নের সুখচর ভায়া কোলচুরীর এ রাস্তা উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের মঙ্গল কামনায় দোয়া করা হয়।
উপজেলা আ.লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আ.লীগ নেতা কামরুজ্জামান রকি, চরতারাপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান, সাবেক চেয়ারম্যান জলিল বিশ্বাস সহ স্থানীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।