নতুন এ প্রজন্মের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য জানাতে হবে। জাতির পিতার মত দেশপ্রেমী হিসেবে গড়ে তুলতে হবে। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে মালঞ্চী উচ্চ বিদ্যালয়ের মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশের হাল ধরবে। এজন্য এদের খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা সহ সঠিক শিক্ষার মাধ্যমে একজন আদর্শ ও দেশপ্রেমী মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যেনো এদের নিয়ে দেশ গর্ব করতে পারে।
বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক শফিকুল আলম, উপজেলা আ.লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আ.লীগ নেতা কামরুজ্জামান রকি, মালঞ্চী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমেদ বাবু, উপজেলা সমাজসেবার ফিল্ড সুপারভাইজার আলাল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শান্ত সহ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
এসময় অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে বিদ্যালয়ের তিনতলা একাডেমিক ভবন উদ্বোধন করেন এমপি গোলাম ফারুক প্রিন্স।