- ২৬ ফেব্রুয়ারি: প্রধাননির্বাচন
কমিশনার কাজীহাবিবুলআওয়াল বলেছেন, রাজনৈতিক দলগুলোর
মধ্যে মতাননৈক্য নাহলে অংশগ্রহনমুলক নির্বাচন কঠিন হবে। তিনি বলেন একটি অবাধ, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের জন্য সকল দলের অংশগ্রহন প্রয়োজন। সকালে পাবনার সুগারক্রপস গবেষনাইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নেরজবাবে তিনি একথা বলেন।নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, চ্যালেঞ্জসমুহ এবং উত্তরনের উপায় নিয়ে এ ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী এক কর্মশালায়
তিনিপ্রধান অতিথিরভাষনে বলেন, ইভিএমে কোনত্রুটি নেই , ত্রুটি এ টি ব্যবহারের ক্ষেত্রে। রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এর সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্যদেন নির্বাচনকমিশনেরসচিব মো: জাহাঙ্গীর আলম, অতিরিক্ত সচিব
অশোককুমার দেবনাথ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডি আই জি মো: আব্দুলবাতেন, জেলা প্রশাসকবিশ^াসরাসেল হোসেন, পুলিশসুপার
আকবরআলী মুন্সী।
এই সম্পর্কিত আরো খবর পড়ুন