সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ
জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেছেন একটি দেশের উন্নয়নের প্রথম শর্ত দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। নির্বাচিত জন প্রতিনিধি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। দেশকে অস্থিতিশীল করার লক্ষে সম্প্রতি জঙ্গীবাদিরা তৎপর হতে পাহাড়ের নির্জন এলাকায় জঙ্গী প্রশিক্ষণ শুরু করেছে। এ সকল উগ্রবাদ,মৌলবাদ ও অপরাজনীকে প্রতিহত করতে জনগনকে ঐক্যবদ্ধ হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একচল্লিশ সালের মধ্যে উুন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেছেন। তাই সকল শ্রেণি পেশার মানুষকে আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত করতে হবে। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের সকল ভূমিহীন গৃহহীনদের জমি ও ঘর করে দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলা গড়ার জন্য তিনি কাজ করে যাচ্ছেন । বৃহস্পতিবার দুপুরে পাবনার সাঁথিয়ায় আইন শৃৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সভায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজাজামান, ওসি সাঁথিয়া রফিকুল ইসলাম, চেয়ারম্যানগন,অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার,পেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা প্রমুখ। পরে তিনি সাঁথিয়া উপজেলার নন্দনপুর ,সিলন্দা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন