মিজানুর রহমান:
পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ৮নং আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে ইউনিয়নটির বাঙ্গাবাড়িয়া এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বক্তব্য কালে তিনি বলেন, বর্তমান সরকার শহর থেকে তৃণমূল পর্যন্ত প্রান্তিক পর্যায়ে উন্নয়নের সুফল পৌঁছে দিতে কাজ করছে’। এই উন্নয়নের গতিধারা চলমান রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ব্যাপকভাবে উন্নয়নের কাজ করে যাচ্ছি। শুধু শহরকেন্দ্রিক নয়, একদম গ্রাম পর্যায়েও উন্নয়ন করে যাচ্ছে। অর্থাৎ গ্রামের মানুষ শহরের সুবিধা পাবে সেইভাবে উন্নয়ন প্রক্রিয়া চালাচ্ছে সরকার।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলা উদ্দিন ও সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম মিঠু এর পরিচালনায় আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন,জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ,গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক কালু মন্ডল, গয়েশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জিন্নাহ মন্ডল,গয়েশপুর ইউনিয়ন ছাত্রলীগের সুজ্জাতুল মন্ডল প্রমুখ।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।