ঈশ্বরদী সংবাদদাতাঃ
‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগাণে ঈশ^রদীতে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে উপজেলা কৃষি অফিস এ মেলার আয়োজন করে। সোমবার (২০ মার্চ) উপজেলা নার্সারী প্রাংগণে মেলার উদ্বোধন করেন পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নূরুজ্জামান বিশ^াস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও আতিয়া ফেরদৌস কাকলি। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিতা সরকার। বক্তব্য রাখেন, এআইপি খেতাবপ্রাপ্ত কৃষক শাজাহান আলী বাদশা ও কৃষকলীগ নেতা মুরাদ মালিথা। সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুজন রায়।
মেলায় বিভিন্ন পর্যায়ের প্রায় ২০টি ষ্টল বসানো হয়েছে।