ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ঈশ্বরদীতে নির্মিত ব্রিজ ও কালভার্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারী) সকালে দাশুড়িয়া তেঁতুলতলা হতে কদিমপাড়া পর্যন্ত সড়কে এই ব্রিজ ও কালভার্টের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নূরুজ্জামান বিশ্বাস।
উপেজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ নায়েব আলী বিশ্বাস, উপজেলা প্রকৌশলী এনামুল কবীর, দাশুড়িয়ার ইউপি চেয়ারম্যান বকুল সরদার, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নায়েক (অব:) আব্দুল কাদের, আওয়ামী লীগ নেতা কোরবান মালিথা, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক শরীফ বিশ্বাস সহ ইউপি মেম্বার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
প্রকৌশলী এনামুল কবীর জানান, দাশুড়িয়া তেঁতুলতলা হতে কদিমপাড়া পর্যন্ত সড়কে ব্রিজ নির্মাণে ২ কোটি ৩০ লাখ টাকা এবং কালভার্ট নির্মাণে ১ কোটি ২১ লাখ টাকা ব্যয় হয়েছে। ##