নিজস্ব প্রতিনিধিঃ পাবনার আমিনপুর থানাধীন আহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,পাবনা জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ আহাম্মদপুর ইউনিয়ন শাখার সভাপতি মরহুম শামসুর রহমান শামসু হাজারো নেতা কর্মী সমর্থক ও মুসলিম জনতার প্রার্থনার মধ্য দিয়ে চর গোবিন্দপুর কেন্দ্রীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন।
জানা যায় গত ১২/০৩/২৩ ইং তারিখ নিজ বাড়িতেই ঘরের মেঝেতে পড়ে গিয়ে বুকে প্রচন্ড আঘাত পান। সঙ্গে সঙ্গে তাকে পাবনা হসপিটালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবস্থার অবনতি দেখে ডাক্তাররা তাকে দ্রুত ঢাকায় নিয়ে চিকিৎসার পরামর্শ দেন। তারপর থেকেই তিনি ঢাকা ল্যাবএইড হসপিটালে ভর্তি ছিলেন। তার ছেলে সোহানুর রহমান সবুজ বলেন বাবা পূর্ব থেকেই অসুস্থ ছিলেন তার হার্টে ২টা রিং পরানো ছিল, লাঞ্চে পানি জমে গিয়েছিল। আইসিইউতে ভর্তি করেও আমার বাবাকে আর বাঁচানো সম্ভব হলো না বলেই সে কান্নায় ভেঙে পড়েন। তার পরিবারের পক্ষ থেকে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
তার নামাজে জানাজায় হাজারো জনতার উপস্থিতি প্রমাণ করে যে, শামসুর রহমান শামসু সত্যিকারের একজন ভালো মানুষ ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে পথ চলতেন। তিনি একজন সৎ, নিষ্ঠাবান নেতা ও সমাজ সেবক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।