আবু হানিফ খাঁনঃ আমিনপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষীকি উৎযাপিত হয়েছে। ২৩ জুন ২০২৩ শুক্রবার সকাল ১০ ঘটিকায় পাবনার আমিনপুর থানার উত্তর বঙ্গের প্রবেশদ্বার বৃহত্তর কাশিনাথপুর ফুলবাগান চত্বরে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে আমিনপুর থানা আওয়ামী লীগের সন্মানিত সভাপতি জনাব ইউসুফ আলী খান এর সভাপতিত্তে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৬৯ পাবনা – ২ আসনের মাননীয় সাংসদ জনাব আহম্মেদ ফিরোজ কবির এমপি মহোদয়,
বিশেষ অতিথি জনাব শাহিনুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক সুজানগর উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান উপজেলা পরিষদ, জনাব রেজাউল করিম রেজা সাংগঠনিক সম্পাদক সুজানগর উপজেলা আওয়ামী লীগ ও মেয়র সুজানগর পৌর সভা, জনাব আব্দুল আজিজ খান সদস্য পাবনা জেলা আওয়ামী লীগ, জানবা আনোয়ারা আহমেদ সদস্য পাবনা জেলা আওয়ামী লীগ ও সদস্য জেলা পরিষদ, শ্রীমতি সুষমা রানী সহসভাপতি আমিনপুর থানা আওয়ামী লীগ, জনাব হুমায়ুন আহমেদ সহসভাপতি আমিনপুর থানা আওয়ামী লীগ, জনাব আবু হানিফ খাঁনঃ কার্যকরী সদস্য বাংলাদেশ কৃষক লীগ পাবনা জেলা শাখা, জনাব শাহাবুদ্দিন টুটুল সাবেক সাধারণ সম্পাদক বেড়া উপজেলা যুবলীগ, জনাব আব্দুস সাত্তার সভাপতি সুজানগর উপজেলা কৃষক লীগ, জনাব শাহা আলম,সভাপতি, কাশিনাথপুর ফুলবাগান মোর বনিক সমিতি, জনাব কোরবান আলী সরদার সভাপতি ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগ ও চেয়ারম্যান ঢালারচর ইউনিয়ন পরিষদ, বীর মুক্তিযোদ্ধা জনাব শহিদুর রহমান (নেতা শহিদ) সভাপতি মাসুম দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ, বীর মুক্তিযোদ্ধা জনাব মাজাহারুল ইসলাম মোহন, চেয়ারম্যান রুপ পুর ইউনিয়ন পরিষদ,বীরমুক্তিযোদ্ধা জনাব ডাঃ ইউসুফ আলী সাবেক সভাপতি রানীনগর ইউনিয়ন আওয়ামী লীগ, রাজু আহমেদ সভাপতি সুজানগর উপজেলা যুবলীগ, এছাড়াও কৃষকলীগ,যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনাব আহম্মেদ ফিরোজ কবির এমপি মহোদয় প্রধান অতিথি উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে তাঁর বক্ততায় বলেন,আপনারা সকলে ঐক্যবদ্ধ থেকে কাজ করলে নৌকায় ভোট দিয়ে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করলেই ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গরে তোলা সম্ভব হবে।
বক্তারা ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে আওয়ামীলীগ এর আত্মজীবনী তুলে ধরেন। শাহিনুজ্জামান শাহিন নিজ দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন,আমরা সকলেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমাদের আগামী দ্বাদশ পার্লামেন্ট নির্বাচনে এমপির নমিনেশন প্রাপ্যতায় পছন্দ- অপছন্দ থাকতে পারে তারমানে এই নয় যে,পছন্দের ব্যক্তি নমিটেড না হলে নির্বাচনে কাজ করা যাবেনা সেটা ভাবাও সোমচিন নেয়। তিনি বলেন, আমরা সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামী দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগকে উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে ক্ষমতায় আনতে হবে । আনোয়ারা আহমেদ বলেন একই দলের নেতাকর্মী হয়ে আহমেদ ফিরোজ কবিরের মতো একজন ভালো মানুষ জনপ্রিয় এমপির বিরুদ্ধে ভাষাজ্ঞানহীন বক্তব্য প্রদান করতে পারেন সাহস হয়ে কিকরে ? আলোচনা শেষে জনাব ইউসুফ আলী খান সভাপতি আলোচনা সভা সমাপ্তি ঘসনা ও মাননীয় এমপি মহোদয় আওয়ামী লীগের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া শেষে কেক কাটেন। আওয়ামী লীগের ৭৪ তম জন্মবার্ষিকী উৎযাপন সুজানগর এবং আমিনপুরের বিপুল পরিমাণ নেতা কর্মীতে জনসমাবেশ অনুষ্ঠানস্থল কানায় কানায় পরিপূর্ণ ছিলো।
সংচালোনা করেন জনাব এজাজ আহম্মেদ সোহাগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনপুর থানা আওয়ামী।
আমিনপুরে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত
সুজানগর
3 Mins Read
Previous Articleপাবনায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি প্রিন্স’র শ্রদ্ধা
Next Article ঈশ্বরদীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment