জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ফজলে এলাহী আব্দুর রব বগা মিয়ার ৫০তম মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার নানা আয়োজনে পালিত হয়।
এ উপলক্ষে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আব্দুর রব বগা মিয়া স্মরণ পরিষদ এক আলোচনা সভার আয়োজন করে। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মরহুম আব্দুর রব বগা মিয়ার সুযোগ্য সন্তান সমাজ হিতৈষী মোস্তাক আহমেদ সুইট।
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, বীরমুক্তিযোদ্ধা বেবী ইসলাম। এর আগে মরহুম বগা মিয়াসহ মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
সভায় আরও বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা সেলিম আহমেদ, বীরমুক্তিযোদ্ধা মোক্কার প্রামানিক, বীরমুক্তিযোদ্ধা দুলাল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, সাহারা ক্লাবের সভাপতি আতাউর হোসেন পিন্টু, সাথী প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭৩ সালের ২৫ ফেব্রুয়ারি এক সড়ক দুঘর্টনায় ফজলে এলাহী ওরফে আব্দুর রব বগা মিয়া মারা যান। বঙ্গবন্ধু তার মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক পাবনা আসেন এবং জানাজায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, আব্দুর রব বগা মিয়া ছিলেন নির্মোহ রাজনীতিক। তিনি সারাজীবন মানুষের জন্য কাজ করেছেন। তাই মানুষ তাকে চিরদিন স্মরণ করবে।
লন্ডন প্রবাসী মইন কাদেরীর মুল তত্ত্বাবধানে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন প্রজন্ম ৭১ কর্মকর্তা তোফাজ্জল হোসেন মামুন, কাউছার আহমেদ, মনিম শাহরিয়ার কাব্য, নাজমুল হক সুইট, সাইফুল ইসলাম সোহেল, মো. মুছাব্বির হোসেন মুরাদ ও আব্দুর রহমান ইমন।