আটঘরিয়া প্রতিনিধিঃ আটঘরিয়া হাসপাতাল প্রতিষ্ঠার ৪৯ বছর পর গত প্রায় ৫মাস আগে প্রসুতি অপারেশনসহ ছোটখাটো অপারেশনের জন্য গত বছর ১৫ ডিসেম্বর অপারেশন থিয়েটারটি চালু করলেও ব্যাপক প্রচার প্রচরানার অভাবে রোগীর সংখ্যা খুবই কম, গত ৫ মাসে মাত্র ১৫প্রসুতিকে অপারেশন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৩ সালে পাবনার আটঘরিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। জনদাবির প্রেক্ষিতে ৪৯ বছর পর গত বছর ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে এখানে অপারেশন থিয়েটার স্থাপন করার পর তেমন কোন প্রচার প্রচারনা না থাকায় এপর্যন্ত মাত্র ১৫ জন প্রসূতি অপারেশন হয়। উদ্বোধনের দিন হাসিনা খাতুন নামের একজন প্রসূতির অপারেশন হয়। তবে বাস্তাব হলো এর আগে প্রসূতি সহ সেকোন অপারেশনের জন্য এখানকার মানুষকে বাইরে যেতে হত, এখানে অপারেশন থিয়েটার চালু হওয়ায় এখানকার মানুষের দুর্ভোগ কমেছে।
স্বাস্থ্যকমপ্লেক্সের প্রশাসক ডা. আব্দুলাহ-আল-আজিজ নিশ্চিত করেন, প্রসূতিসহ যেকোন ছোট খাটো অপারেশনের জন্য এখানে সকল রকমের সুযোগ সুবিধা আছে এবং ইতিমধ্যেই ব্যাপক প্রচারনার উদ্যোগ নেওয়া হয়েছে।