পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মো. রেজাউল রহিম লাল পাবনা জেলার আটঘরিয়া উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।
মঙ্গলবার দিনব্যাপী আটঘরিয়া পৌর এলাকা, করইতলা ও দেবত্তর হিন্দু পাড়া এলাকায় শুভেচ্ছা বিনিময় ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় রেজাউল রহিম লাল বলেন, বাংলাদেশেরে রাজনীতিতে ক্ষমতা পরিবর্তনের জন্য দেশী বিদেশী চক্রান্ত চলছে। বাংলাদেশকে অশান্ত করার জন্য, জঙ্গিবাদ প্রতিষ্ঠার জন্য, উন্নয়ন ব্যাহত করার জন্য এবং গণতন্ত্র হত্যা করার জন্য ব্যাপক ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদেরকে এদেশের মানুষ প্রত্যাখান করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুচারুভাবে দেশ পরিচালনা করে বিশ^ নেত্রী হয়েছেন। শেখ হাসিনার সরকারের প্রতি দেশের জনগণ সন্তুষ্ঠি আছে বিধায় দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার সরকার আবারো ক্ষতায় আসা প্রয়োজন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. বাবু শেখ, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান রাসেল, রাজিব হোসেন, শহীদুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনগণ উপস্থিত ছিলেন।