আটঘরিয়া প্রতিনিধিঃ আটঘরিয়া উপজেলা আইন শৃখলা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলামের সভাপতিত্বে সাথে গত ২৪ আগষ্ট সফল ভাবে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তানভির ইসলাম। মাঠ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ইউএনও হিসাবে নাহারুল ইসলামের এটাই প্রথম কর্মস্থল।
এ সময় মাদক ও বাল্য বিয়ে নিয়ন্ত্রনসহ আইনশৃখলার সার্বিক পরিস্থিতি নিয়ে সমস্যা ও সমাধানের পরামর্শমুলক বক্তব্যে কিছু বিছিন্ন ঘটনা ছাড়া উপজেলা আইন শৃখলা পরিস্থিতি সন্তোষজনক মতামত দিয়ে বক্তব্য রাখেন আটঘরিয়া থানার অফিসার ইনচাজর্চ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আব্দুল্লাহ আল আজিজ, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি ও আটঘরিয়া থেকে প্রকাশিত একমাত্র সংবাদপত্র সাপ্তাহিক দেশবিবরন সম্পাদক আব্দুস সাত্তার মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহাইমিনুল ইসলাম চঞ্চল, লক্ষিপুর ইউপি চেয়ারম্যান আঃ মালেক সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহুরুল হক, সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মোঃ ইয়াছিন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।