ঈশ্বরদী সংবাদদাতাঃ
ট্রেন আসার সংকেত পেয়ে রেলগেটের ব্যারিয়ার নামাচ্ছিলেন দায়িত্বরত গেটকিপার। নির্দেশনা অমান্য করে সেই ব্যারিয়ার পার হওয়ার চেষ্টা করে এক অটোবাইক। এতে ধাক্কা লেগে ভেঙ্গে গেল রেলগেটের ব্যারিয়ার। বুধবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জনগুরুত্বপূর্ণ ঈশ্বরদী রেলগেটে এ ঘটনা ঘটে। এঘটনায় অরক্ষিত হয়ে পড়েছে রেলগেট ।
এদিকে ব্যারিয়ার ভেঙে পড়ার ঘটনায় রেলগেটের দু’পাশে প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ট্রাফিক পুলিশ ও গেট কিপারের সহায়তায় অরক্ষিত রেলগেট দিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, একটি মালবাহি ও একটি তৈলবাহী ট্রেন রেলগেট অতিক্রম করে।
গেট কিপার সেলিম মোল্লা জনান, টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন গোপালগঞ্জের গোবরা স্টেশন থেকে ঈশ্বরদী জংশন স্টেশনে যাবে এমন নির্দেশনায় ব্যারিয়ার নামানোর সময় একটি অটোবাইক রেলগেট অতিক্রমের চেষ্টা করে। দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও আমি এসময় বারবার হাত তুলে ইশারায় তাকে থামার নির্দেশনা দিলেও মানেনি। নির্দেশনা অমান্য করে রেলগেট পার হওয়ার চেষ্টা করলে সজোরে আঘাত করলে ব্যারিয়ার ভেঙে যায়।
দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের নির্দেশনা অমান্য করে অটোবাইক রেলগেট পার হওয়ার সময় ব্যারিয়ার ভেঙে গেছে। অটোবাইকটি আটক করা হয়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর শামীমুর রহমান বলেন, অটোবাইকের ধাক্কায় রেলগেটের ব্যারিয়ার ভেঙ্গে পড়ায় সাময়িক সমস্যা হয়েছে। বিকল্প আরেকটি ব্যারিয়ার রয়েছে সেটি সচল করার প্রচেষ্টা চলছে। একইসাথে যে ব্যারিয়ারটি ভেঙ্গে পড়েছে, এটি একটি প্রকল্পের মাধ্যমে নির্মাণ হয়েছিল। সে প্রকল্পের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি। তারা দ্রুততম সময়ের মধ্যে এটি মেরামত করবে। ব্যারিয়ার ভেঙে যাওয়ায় ট্রেন চলাচলে যেন কোনো সমস্যা না হয়, সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি সম্পদ ক্ষতির অভিযোগে অটোবাইক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাকশী বিভাগীয় রেলওয়ে নির্বাহী প্রকৌশলী (ডিএন-২) বীরবল মন্ডল বিকেলে জানান, ব্যারিয়ার মেরামতের কাজ কিছুক্ষণ আগে শুরু হয়েছে। কয়েকঘন্টার মধ্যেই এটি মেরামত সম্পন্ন হবে। ট্রেন চলাচলের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে।
পাকশী রেলওয়ে বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ বলেন, ব্যারিয়ার মেরামতের জন্য নিদের্শনা দেয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মেরামত কাজ শেষ হবে।
অটোবাইকের ধাক্কায় ভাঙলো রেলগেটের ব্যারিয়ার
ঈশ্বরদী
2 Mins Read
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment